শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের অভ্যন্তরে একটি মৃত বন্যহাতি সাবকের সন্ধান মিলেছে। মা হাতিসহ বন্যহাতির একটি দল ওই মৃত শাবকটিকে ঘিরে রাখায় শাবকটি উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার (৮ জুন) বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা এলাকার গহীণ জঙ্গলে ওই হাতি শাবকটির সন্ধান পাওয়া যায়।
বন বিভাগ সুত্র জানায়, ঈদের আগের দিন শুক্রবার দাওধারা গারো পাহাড়ি এলাকায় বন্যহাতির ডাকচিৎকার শুনতে পান গ্রামবাসী। কিন্তু কি কারনে চিৎকার চেচামেচি করছিল বন্যহাতি তা তারা জানতো না। শনিবার ঈদের দিন থাকায় কেউ আর বনের ভেতর প্রবেশ করেনি। আজ রবিবার বন বিভাগের কর্মকর্তা, ইলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) এর সদস্য ও গ্রামবাসীরা বনের ভেতরে প্রবেশ করে খুঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে দাওধারা গারো পাহাড়ি এলাকায় সদ্য ভূমিষ্ট হওয়া হাতি শাবকটির সন্ধান পান। কিন্তু মা বন্যহাতিসহ ২০/৩০ টি হাতি ওই এলাকায় অবস্থান করায় শাবকটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বন বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন হাতি শাবকটি মৃত্যু বরন করেছে।
এ বিষয়ে বন বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রসবজনিত কারনে হাতিশাবকটি মারা যেতে পারে। তিনি বলেন, বিষয়টি উর্ধতন কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে। তাদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।