শেরপুরের নালিতাবাড়ীর পৌর শহরের কালিনগর বাইপাস এলাকায় গাঁজা সেবনের অপরাধে আকাশ (২৩) নামে এক গাঁজা সেবনকারীকে ৩ মাসের কারাদন্ড ও তিনশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ জুন) ওই ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
সাজাপ্রাপ্ত আকাশ পৌরশহরের কালিনগর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর বাইপাস এলাকায় নিজ দোকানে বসে গাঁজা সেবন করার সময় গাঁজা ও সেবন করার সরঞ্জামসহ আকাশকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে গাজাঁ সেবন করার অপরাধে ৩ মাসের কারাদন্ড ও তিনশত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, পুলিশ উপপরিদর্শক নুরুল আমিন, রফিকুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে বাঁচাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।