বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখে শেরপুরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী বিসিকের পণ্যমেলা।  আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে শেরপুর কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রার শহর প্রদক্ষিণ করবে। জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সাংস্কুতিক অনুষ্ঠান এবং শিশু একাডেমীর উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্ষবরণ শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা নানা বর্ণিল সাজে অংশগ্রহণ করবে। এছাড়া জেলা প্রশাসন আয়োজিত এ শোভাযাত্রায় গরুর গাড়ী, ঘোড়ার গাড়ী সহ গ্রাম-বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে। এছাড়া জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নববর্ষ উপলক্ষে জেলাজুড়ে গৃহিত বিভিন্ন কমসূচি ও অনুষ্ঠানমালার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। এজন্য একটি কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) খোলা হবে বলেও সভায় জানানো হয়। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন। এসময় বিএনপি নেতা আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা যাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, ডিএসবি ডিআইওয়ান মো. শহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহŸায়ক মো. মামুনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন বিভাগের সরকারী-বেসকারী কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, ছাত্র প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।