শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৯মার্চ রবিবার দুপুরে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে নালিতাবাড়ি থানার পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পৌর শহরের গোবিন্দনগর ছয়আনী পাড়া এলাকায় নদীর পানিতে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে মরদেহটি পুলিশ উদ্ধার করে। নবজাতকের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে। কে বা কারা মরদেহটি ফেলে রেখে গেছে, এ বিষয়ে খোঁজ চলছে।