শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী বাজারস্থ বেগম রৌশন আরা একাডেমিতে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী একাডেমি প্রাঙ্গণে এসব অনুষ্ঠিত হয়। এতে হোসেন আলী বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিন, একাডেমির প্রতিষ্ঠতার পত্নী নুরুন্নাহার পারভীন, পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, প্রধান শিক্ষক এম. সুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও ২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেওয়া হয়। পরে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।