শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি শুক্রবার বাদ জুমা জেলা বিএনপি পার্টি অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শেরপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় সংগঠনের সভাপতি সুলতান আহমেদ ময়নার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ আশিষের সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার শুধু রাজনৈতিক অধিকার নয়, মানুষের ন্যূনতম যে অধিকার, স্বাভাবিক মৃত্যুর অধিকার কেড়ে নিয়েছিল। আরাফাত রহমান কোকোর ক্ষেত্রেও তাই হয়েছে। বিনা চিকিৎসায় তাকে বিদেশের মাটিতে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আমরা এই অন্যায় জুলুমের প্রতিবাদ করি। হাসিনার দোসরদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।