সাংগঠনিক কাজে দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য মজলুম জননেতা মাওলানা ভাসানী লিডারশীপ অ্যাওর্য়াড ২০২৪ পাওয়ায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরীকে সংর্বধনা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বারমারী বাজারস্থ চৌরাস্তা মোড়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মনসুর আলী মেম্বার। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা ভাসানী লিডারশীপ অ্যাওর্য়াড প্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ- ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এবং ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল বারেক, যুব বিষয়ক সম্পাদক শেখ ফরিদ ইসলাম বাবু প্রমুখ। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মজিবুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।