শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত থেকে বয়ে আসা খরস্রোতা চেল্লাখালী নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ ব্যাক্তিকে ভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার নদীতে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। যৌথভাবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভুমি) মো. আনিসুর রহমান।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, ইজারার শর্ত ভঙ্গ করে উপজেলার সীমান্তবর্তী চেল্লাখালী নদীর বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় নদীর পাড় ভেংগে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার নন্নী এলাকার মুবিনুর আলম (৩৬), বিল্লাল হোসেন (৪২), হাসমত আলী (৪৫), রাজনগর এলাকার নজরুল ইসলাম (৩৮) ও শেরপুর সদর উপজেলার কালিরবাজার এলাকার শ্রী সুরেশ চন্দ্র দাস (৪০) এই ৫ জনের প্রত্যেককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুসারে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
একইসাথে উপজেলার চাঁদগাঁও গ্রামের শাহজাহান (৩৫) ও আন্ধারুপাড়া এলাকার অনিলকে (৩২) ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ১২ টি মিনি ড্রেজার মেশিন অপসারণ করা হয়েছে। বালু উত্তোলনের ৯ টি স্থাপনা/মাচা ধ্বংস করা হয়েছে। এমনকি অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণ করা হয়েছে। এই অভিযানে পুলিশ, ব্যাটালিয়ন আনসার, বনবিভাগের রেঞ্জকর্মকর্তা, স্থানীয় ইউপি মেম্বার ও গ্রাম পুলিশ সদস্যরা অংশ গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, পরিবেশ, খনিজ সম্পদ ও নদী রক্ষায় প্রশাসসের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।