শেরপুরের নালিতাবাড়ীতে উফসী ব্রিধান ১০৩ জাতের ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দরবেশ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর হাবিবুর রহমান মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মওদুদ আহমেদ ও নালিতাবাড়ী উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোবারক হোসেন, জাকির হোসেন, শফিউল বারী সোহেল, শেরপুর জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহাজুল ইসলাম, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও দুই শতাধিক কৃষক-কৃষাণী। অনুষ্ঠানে ব্রিধান ১০৩ জাতের ধান আবাদকারী বাতকুচি আটভাইপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম কনক জানান, এই জাতের ধান আবাদ করে তিনি একরে ৫০ মন হারে ধানের ফলন পেয়েছেন। যদি ক্ষেতের উপর দিয়ে পাহাড়ি ঢলের বন্যা বয়ে না যেত তাহলে এর ফলন আরো বৃদ্ধি পেত।