শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে এগ্রিকালচারিস্ট'স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন সবজি ও তেল জাতীয় ফসলের চারা ও বীজ বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় ২০০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বারি উদ্ভাবিত চারা ও বীজ বিতরণ করা হয়।

স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও কৃষি গবেষণা ইন্সটিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্ট'স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ এ.কে.এম জোনায়েদ উল-নূর।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে ডা. সেরাজুল হক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ইন্সট্রাকটর কৃষিবিদ রবিউল ইসলাম বিপুল, ঝিনাইগাতি শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমানুল্লাহ আপন, নলকুড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক আজাহার আলী উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় বিতরণকৃত বীজ ও চারার মধ্যে ছিল বারি সরিষা-১৪ এর বীজ, বারি শীম-১, বারি লাউ-৪ ইত্যাদি জাতের বীজ।

এ সময় এ্যাব-এর কেন্দ্রীয় সদস্য জোনায়েদ উল-নূর উপস্থিত কৃষকদের যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময়ে এ্যাব সবসময় কৃষি ও কৃষকের পাশে থাকবে বলে আশ্বাস দেন।