প্রেসবিজ্ঞপ্তি : শেরপুরে গণঅধিকার পরিষদ তাদের রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। আজ শহরের বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীরা জনসাধারণের মাঝে রাজনৈতিক মতাদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে  এ লিফলেট বিতরণ করেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আরিফ সাফফারী, মনিরুজ্জামান শুভ, ছাত্র অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিপ্লব, সাবেক ছাত্রনেতা দূর্জয় হাসান, মোতালেব হোসেন এবং শরিফ হাসানসহ আরও নেতাকর্মী। এসময় গণঅধিকার পরিষদের নেতারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অংশগ্রহণ করতে এবং জনগণের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। তারা দাবি করেন, তাদের নীতি ও আদর্শ জনগণের জীবনের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কার্যকর ভূমিকা রাখবে। উল্লেখ্য, ডাকসু ভিপি নুরুল হক নূরের গণঅধিকার পরিষদ সাম্প্রতিককালে ট্রাক মার্কায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। লিফলেট বিতরণকালে স্থানীয় বাসিন্দারা দলটির বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে অবগত হন এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।