দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের দেশব্যাপী কর্মসূচির আলোকে শেরপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের আহ্বানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা এবং নৈরাজ্য ও অপতৎপরতা রোধে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের করণীয় শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ইদ্রিসিয়া কামিল মাদরাসায় বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীনের  শেরপুর জেলার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর  জেলার সভাপতি ও ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের শেরপুর  জেলার সভাপতি ও ইদ্রিসিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ ফজলুর রহমান,চৈতন খিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আইনুদ্দীন,আলিনা পাড়া দাখিল মাদরাসার

সুপার মাওলানা মোঃ আব্দুল আজিজ,কুমরি বাজিখিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আখতারুজ্জামান ও কামারের চর পাবলিক দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইমান আলী প্রমুখ।

সভায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের শেরপুর  জেলার নেতৃবৃন্দ ও মাদরাসা প্রধানগণ উপস্থিত ছিলেন।