শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ইজারা বর্হিভুত এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগে ৫টি মিনি ড্রেজার, ১টি বেকু মেশিন ও বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে ওই নদীর হাতিপাগার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের হাতিপাগার সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ইজারা বর্হিভূত স্থান থেকে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি মিনি ড্রেজার, ১টি বেকু মেশিন ও বিপুল পরিমান পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে বালু পরিবহনের একটি ট্রাকের ব্যাটারিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, এটি একটি নিয়মিত অভিযান। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।