শেরপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে “সর্বজনীন পেনশন স্কিম” সম্পর্কে সচেতনতামূলক সভা ও “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের কৃতি সন্তান বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার খুলনার উপ-পরিচালক ও বাংলাদেশ গ্রন্থাগার সমিতির মহাসচিব মোহাম্মদ হামিদুর রহমান। জেলা লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমের সভাপতিত্ব ও সঞ্চলনায় উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত ও প্রাইমারি টিচার্স ট্রেইনিং ইনস্টিটিউট (পিটিআই) এর সুপারিন্টেডেন্ট লিপিকা মজুমদার। এসময় বক্তাগণ “সর্বজনীন পেনশন স্কিম” সম্পর্কে অংশীজনদের অবহিত করেন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা পালনের বিষয়ে উদ্বুদ্ধ করেন। উক্ত আয়োজনে বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত সেবাগ্রহীতা অংশগ্রহণ করেন।