শেরপুরের নালিতাবাড়ীতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১ হাজার ২৯২ বস্তায় ৬২ টন ভারতীয় চিনি জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। একই সাথে জড়িত ব্যবসায়ী রহুল আমীন নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৪ মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাতে নালিতাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় ওই ব্যবসায়ীর একাধিক গোডাউনে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ ও জড়িতকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, প্রায় এক বছর যাবত উপজেলার বরুয়াজানি গ্রামের শের আলীর ছেলে কাকরকান্দি বাজারের মুদি-মনোহরী দোকান ব্যবসায়ী রহুল আমীন সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি আমদানী করে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী দরে বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রহুল আমীনের কাকরকান্দি বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালায় শেরপুরের ডিবি পুলিশ ও নালিতাবাড়ী থানা পুলিশ। অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ২৮ বস্তা, অন্য একটি ভাড়া বাড়ির গোডাউন থাকা ৫৪৫ বস্তা এবং রহুল আমিনের নিজ বাড়ির গোডাউন থাকা ৫১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় মোট ১ হাজার ২৯২ বস্তায় প্রায় ৬২ টন চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত ব্যবসায়ী রহুল আমীনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এই চোরাই পথে আনা চিনি ব্যবসার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মুদী দোকান ব্যবসায়ী জানান, নালিতাবাড়ী শহরের একাধিক ব্যবসায়ী ছাড়াও হালুয়াঘাটের কয়েকজন ব্যবসায়ী এবং নকলা শহরের ব্যবসায়ী শামীম ভারতীয় চিনি আমদানীর সাথে জড়িত। এসব চিনি হালুয়াঘাট এবং নালিতাবাড়ীর একাধিক ভারতীয় পথে আমদানী করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, এ ঘটনায় শেরপুরের ডিবি পুলিশ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় গ্রেপ্তারকৃত একজনসহ জড়িত অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এছাড়া গ্রেপ্তার রহুল আমীনকে আদালতের মাধ্যমে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।