শেরপুরের নালিতাবাড়ীতে আধাপাকা বোরোধান ক্ষেতে বন্যহাতির পাল তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামে ওই তান্ডব চালায়।
গ্রামবাসীরা জানান, মঙ্গলবার রাতে ৩৫/৪০ টির বন্যহাতির পাল উপজেলার বাতকুচি গ্রামের পাহাড়ি গোপে রোপিত বোরোধান ক্ষেতে নেমে এসে তান্ডব চালায়। এসময় গ্রামবাসীরা চিৎকার চেচামেচি, হৈ-হুল্লোড় ও মশাল জ্বালিয়ে ফসল বাঁচাতে চেষ্টা করেন। এরইমধ্যে বাতকুচি গ্রামের শামীম মিয়ার ৭৫ শতাংশ, কবির হোসেনের ২৫ শতাংশ ও রহিম উদ্দিনের ২৫ শতাংশ জমির বোরোধান ক্ষেত খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে বিনষ্ট করে। পরে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে হাতির পাল ধানক্ষেত থেকে সরে গিয়ে গারো পাহাড়ের গভীন অরন্যে অবস্থান নেয়। এই রিপোর্ট লিখা পর্যন্ত (বুধবার) মধুটিলা ইকোপার্কের বাতকুচি পাহাড়ে বন্যহাতির পাল অবস্থান করছিল।
এ বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বন্যহাতির পাল বাতকুচি গ্রামে তান্ডব চালিয়ে কয়েকজন কৃষকের বোরো ফসল নষ্ট করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বনবিভাগের নির্ধারিত ফরমে আবেদন করলে ফসলের ক্ষতিপুরণ পাবেন।