শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সার ডিলারের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন মেসার্স জালাল উদ্দিন এন্টারপ্রাইজের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সারের বস্তার মোড়ক পরিবর্তন করে যমুনা সারের নকল সীল সম্বলিত বস্তা ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানের কর্ণধার জালাল উদ্দিনের নিকট থেকে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন ও উপজেলা কৃষি অফিসার (অ:দা) কৃষিবিদ হুমায়ুন দিলদার সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।