শেরপুরের নালিতাবাড়ীতে পারিবারিক কৃষিতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মাধ্যমিক স্তরের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের মৌসুমি শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (১১ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার নলজোরা ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ওই শাক সবজির বীজ বিতরণ করা হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গীনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের ফলে নিরাপদ শাক সবজির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে। তাই শিক্ষার্থীদের উৎপাদিত অতিরিক্ত শাক সবজি বিক্রি করে তাদের পরিবারের লোকজন বাড়তি আয়ের পথ খোঁজে পাবেন।
তিনি আরো বলেন, কৃষি ক্ষেত্রে বর্তমান শিক্ষা নীতিকে বাস্তবায়ন করতে এবং একই জমিকে একাধিকবার ব্যবহারের লক্ষ্যে স্বল্প জীবনকালীন বিভিন্ন জাতের শাক সবজি বা ফসল চাষে উদ্বুদ্ধ করতে অভিনব এই কৌশল অবলম্বন করা হচ্ছে।