শেরপুরের নালিতাবাড়ীতে মশা তাড়ানোর কয়েলের আগুনে পুড়ে দিন মুজুর জবেদ আলীর বাড়িঘর, ছাগল ও হাঁস  মুরগীসহ ঘরের আসবাপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। শনিবার (৩ জানুয়ারি) রাতে উপজেলারে খড়খড়িয়াকান্দা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, দিনমুজুর জবেদ আলী ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ¦ালিয়ে তার কাজের মুজুরীর টাকা আনার জন্য পাশের বোর্ডঘর বাজার যান। এসময় ওই ঘরে শুয়ে থাকা তার নাতিন কাওসার হঠাৎ কয়েলের আশপাশে আগুন জ¦লতে দেখে চিৎকার করে লোকজন ডাকাডাকি শুরু করেন। পরে স্থানীয়রা এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাড়িঘর ছাগল, হাঁসমুরগীসহ পশুর খাদ্য খড়ের টিভি পুড়ে ছাঁই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ দিনমজুর জবেদ আলী জানান, আমার থাকার আর কোনো ঘর রইল না। ঘরে রাখা আমার কিছু নগদ টাকা ছিল তাও পুড়ে গেছে। সব মিলিয়ে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, অগ্নিকান্ডের ঘটনার সময় আমি পাশের বোর্ডঘর বাজারেই ছিলাম। লোকজনের চিৎকার ও ডাকাডাকির শব্দ শোনে আমরা সকলেই এসে পানি দিয়ে আগুন নিভাই।