শেরপুরের নালিতাবাড়ীতে রিয়াদ আল ফেরদৌসের সম্পাদনায় প্রকাশিত শিল্প সাহিত্যের ছোট কাগজ ‘বালুচর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের আরাইআনী বাজার এলাকার ঐতিহাসিক নওজোয়ান মাঠে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে আড়ম্বরপূর্ণ পরিবেশে ‘বালুচর’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি, প্রাবন্ধিক, শিক্ষক জ্যোতি পোদ্দার। শিক্ষক সজল কর্মকার ও আবৃত্তিকার রোকেয়া নাসরীনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বালুচর এর সম্পাদক রিয়াদ আল ফেরদৌস।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল, লেখক জোবায়দা খাতুন, ক্রীড়াবিদ অসীম দত্ত হাবলু, আইনজীবী সুধাংশু কালোয়ার, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, কমরেড জাহিদুল ইসলাম জাহিদ, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, কৃষিবিদ সঞ্জয় রায়, সাংবাদিক সাইফুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বালুচরের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য উপস্থাপন করেন কলকাতার প্রগতিশীল সাপ্তাহিক সপ্তাহ পত্রিকার সম্পাদক দিলীপ চক্রবর্তী