শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে মাছ শিকারিদের ‘বাহৈত’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে এই মাছ শিকার উৎসব অনুষ্ঠিত হয়। এতে নেমেছিল উপজেলার দুই শতাধিক মাছ শিকারি। তবে তাদের কেউই পেশাদার শিকারি ছিলেন না। সকলেই শখের বশে মাছ শিকার করেন। এ যেন আনন্দেভরা কোন মহোৎসব। স্থানীয় ভাষায় যাকে ‘বাহৈত’ বলা হয়ে থাকে। অংশগ্রহনকারীরা জানান, প্রতিবছর হেমন্তের সময় উপজেলার আশপাশ এলাকার বিভিন্ন নদী ও খাল-বিলে তারা একযোগে শখের বশে মাছ শিকারে নামেন। পাড়া-প্রতিবেশী সবাই মিলে খেয়া জাল, বিছানো জাল ও পলো নিয়ে একযোগে হৈ-হুল্লোর করে মাছ শিকারে নামেন। এরই ধারাবাহিকতায় রোববার মাছ শিকারে নামেন তারা ভোগাই নদীতে। নদীর প্রায় দুই কিলোমিটার ভাটি এলাকা পর্যন্ত চলে মাছ শিকার। মাছ শিকারি সাদিকুর রহমান, দেলোয়ার হোসেন ও শহিদুল ইসলাম জানান, তারা মূলত কৃষি কাজের সাথে জড়িত। কিন্তু মাছ শিকার তাদের নেশা। এ নেশা থেকেই স্থানীয়দের সাথে এসেছেন পলো দিয়ে মাছ শিকার করতে। দেড় ঘণ্টায় প্রায় দুই কিলোমিটার নদীপথে তাদের পলোতে অন্যরা মাছ শিকার করতে পারলেও তিনি একটি মাছও পাননি। তাতে কোন আফসোস নেই তার। এ নিয়ে কয়েকজন ছোট ও মাঝারি সাইজের দুই-একটা আইড় মাছ পেলেও আনন্দের কোন কমতি ছিলনা। সবার ভাগ্যে কাঙ্খিত মাছের দেখা না মিললেও আনন্দের বন্যা বয়ে যায়। যুগ যুগ ধরে স্থানীয়রা এ উৎসব পালন করে আসছেন।