কানাডায় আত্মগোপনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী এস এইচ এম বি নূর চৌধুরীকে নিয়ে স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিবিসি। সেখানে প্রথমবারের মতো দেখা মিলেছে নূর চৌধুরীর। ভিডিও প্রতিবেদনে টরন্টোতে নিজ ফ্ল্যাটের ব্যালকনিতে দেখা যায় নূর চৌধুরীকে। এরপর গাড়ি নিয়ে বের হওয়ার সময় তাকে চালকের আসনে থাকা অবস্থায় ক্যামেরায় ধরতে পারেন প্রতিবেদক। তিনি কোনো কথা না বলে দ্রুত গাড়ি চালিয়ে বের হয়ে যান। প্রতিবেদনে নূর চৌধুরীর কানাডায় পালিয়ে যাওয়া, দুই দশকেরও বেশি সময় সেখানে অবস্থান এবং শাস্তি বাস্তবায়নে তাকে বাংলাদেশের পক্ষ থেকে ফেরত চাওয়ার বিষয়াদি উঠে এসেছে। সিবিসি টেলিভিশিনের অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’ প্রকাশ করেছে ৪২ মিনিটের ভিডিও প্রতিবেদনটি। এর শিরোনাম দেওয়া হয়েছে দ্য অ্যাসাসিন নেক্সট ডোর। প্রতিবেদনটিতে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান বলেন, ‘এই একটি ইস্যু বাদে কানাডার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘কেবল হাইকমিশনার হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে আমি চাই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।’ প্রতিবেদনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সাক্ষাৎকার নেওয়া হয়েছে।