শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার স্টল, আলোচনা সভা, র‌্যালিসহ নানা কর্মসুচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও সংসদ উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, পৌর মেয়র আবুবকর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর ও প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল প্রমুখ। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, ইউপি সচিব ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।