শেরপুরের ঝিনাইগাতীতে নিজের অটোরিকশায় বৈদ্যুতিক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোচালক শফিকুল ইসলামের। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ওই গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে। জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাতে ব্যাটারিচালিত নিজের অটোরিকশা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন শফিকুল। পরে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শফিকুল অটোরিকশা নিয়ে বের হওয়ার জন্য অটোরিকশার চার্জার বিচ্ছিন্ন করতে যান। এসময় অটোরিকশার পুরো বডি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শফিকুল। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।