শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজানের বিরুদ্ধে তার স্ত্রী কর্তৃক নারী নির্যাতনের মামলা দায়েরের ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে আশরাফুল আলম মিজান ও তার কতিপয় সহযোগী শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, হুমকি, মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আসছে বলে  সাবিহা জামান শাপলা এক বিবৃতিতে জানান।

তিনি আরও বলেন, তাকে সামাজিক, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই কয়েকটি অখ্যাত অনলাইন নিউজ পোর্টালে তাকে এবং তার মরহুম বাবাকে জড়িয়ে মিথ্যা ও আইন পরিপন্থী খবর পরিবেশন করেছে। যা আমার দৃষ্টি গোচরে এসেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে ভুল স্বিকার করে সোশ্যাল মিডিয়াসহ যথাস্থানে প্রচার করতে হবে, অন্যথায় তথ্য প্রমাণ ব্যতীত সম্মানহানীকর এই ধরনের অপপ্রচার করার দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করি ।