সাংবাদিকদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার ক্ষেত্রে বিশেষভাবে দেখেশুনে যাচাই-বাছাই করা প্রয়োজন বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে ২৭ দেশের ইউরোপীয় এই জোট এ কথা নিশ্চিত করেছে। বিবৃতিটি টুইট করেছে ঢাকায় ইইউ ডেলিগেশন। এতে বলা হয়ঃ ইইউ এবং ইইউ সদস্য রাষ্ট্রগুলো মনে করে, গণতান্ত্রিক মূল্যবোধের অংশ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের সুরক্ষার অপরিহার্যতার আলোকে যে কোনও দেশে সাংবাদিকদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার ক্ষেত্রে বিশেষভাবে দেখেশুনে যাচাই-বাছাই করা প্রয়োজন। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশে "সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনাবলীর" বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ ১২ টি দেশ। #মানবজমিন