শেরপুরে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে স্কুলছাত্র রওনক নাহিদ (১৩) নৌকা ডুবিতে মারা গেছেন। রওনক নাহিদ শেরপুর পৌর শহরের সজবরখিলা মহল্লার আলহাজ্ব মামুন মিয়ার ছেলে। সে শহরের আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাইস্কুলে ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলো। নিহতের চাচা স্থানীয় ব্যবসায়ী মাছুম মিয়া এ তথ্য নিশ্চিত করেন। স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে ঝিনাইগাতীর কাটাখালী বিলে নৌকায় ঘুরতে যায়। তাদের নৌকাটিতে একপর্যায়ে পানি ওঠতে থাকে। পরে মাঝি নৌকাটিকে দ্রুত পাড়ে ভেড়াতে চেষ্টা করে। এসময় চার বন্ধুকে উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে মারা যায় রওনক নাহিদ। পরে স্থানীয়রা অই পাঁচজনকেই শেরপুর সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রওনক নাহিদকে মৃত বলে ঘোষণা করে। এবং বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহতের চাচা স্থানীয় ব্যবসায়ী মাছুম মিয়া বলেন, আমার সোনার টুকরো ভাতিজাকে হারিয়ে এখন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। ভাতিজার জন্য সবাই দোয়া করবেন। স্থানীয় বাসিন্দা আলহাজ্ব হাসানুর রেজা জিয়া বলেন, এমন লাবণ্যময় একটা ছেলের মৃত্যু খুবই মর্মাহত করেছে। ছেলেটা ক্লাস এইটে পড়ে। রওনক নাহিদের মৃত্যুতে আমাদের মহল্লায় শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, স্কুলছাত্র রওনক নাহিদের মৃত্যুর সংবাদ পেয়েছি এবং ফোর্স পাঠানো হয়েছে।