শেরপুরের ঝিনাইগাতীতে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার (১৮ মে) দুপুরে উপজেলা সরকারী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. খোরশেদুজ্জামান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) গোলসানা খাতুন, এসআই জহিরুল ইসলাম, সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, উপজেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আসলাম মিয়া, কৃষক প্রতিনিধি মো. সুরুজ মিয়া। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. খোরশেদুজ্জামান জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ১ হাজার ৮০২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ হাজার ৯১২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি চাল ৪০ টাকা এবং প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। এ উপজেলার চুক্তিবদ্ধ ১৩ চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন। এছাড়া অ্যাপসের মাধ্যমে আবেদনকৃত একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান দিতে পারবেন।