শেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ মে মঙ্গলবার দুপুরে জেলা শহরের স্বপ্নীল পার্টি সেন্টারে জেলা প্রশাসক মোমিনুর রশীদ প্রশিক্ষণের উদ্বোধন করেন। ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম মোহাই মোনুল ইসলামের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, প্রেসক্লাব সভাপতি শরিফবুর রহমানসহ মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন- বড় ছেলে-মেয়েরা সবসময় পরিবারের দায়িত্ব নেন। তারা ছোট-ভাইবোনদের বিপদে-আপদে ছায়া হয়ে থাকেন। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম তাই তাদের বড় ভাইয়ের ভ’মিকা পালন করতে হবে। অন্য ধর্মাবলম্বীদের বিপদে -আপদে পাশে থাকতে হবে। কোন গুজবে কান দেওয়া যাবে না। কারো নামে ফেসবুকে ধর্ম অবমাননার কথা লেখা থাকলেই তাকে আক্রমণ করা যাবে না। সেটা যাচাই-বাছাই করে তারপর ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

প্রশিক্ষণে ৬০ জন ইসলাম ধর্মাবলম্বী, ২৫ জন হিন্দু, খ্রিস্টানসহ ২৫ জন অন্যান্য ধর্মাবলম্বী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।