শেরপুরে বঙ্গবন্ধুর কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বিকেলে জেলা শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।

এসময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এসময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান। পরে ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দলের কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর ১৭ মে দেশে ফেরেন তিনি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি দেশে ফিরে এসেছেন বিধায় দেশে গণতন্ত্র ফিরে এসেছে। দেশের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন ধরে রাখার জন্য সকলকে আওয়ামী লীগ সরকারের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনির উদ্দিন আহম্মেদ প্রমুখ।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু, সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, সদস্য আবুল হাশেম ও অধ্যক্ষ গোলাম হাসান সুজনসহ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা স্ব-স্ব ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল আলোচনা সভায় অংশগ্রহণ করে।