ময়মনসিংহ বোর্ড কমিটির সদস্য মনোনিত হয়েছেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ। মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়টি গণমাধ্যমে জানানো হয়। দ্যা ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স-১৯৬১ এর সেকশন-৪ এ দেয়া ক্ষমতায় এ মনোনয়ন দেয়া হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কমিটির সদস্য হিসেবে পাঁচজন শিক্ষক-কর্মকর্তাকে মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের তিন বছরের জন্য বোর্ড কমিটির সদস্য পদে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ময়মনসিংহ বোর্ড কমিটির সদস্য পদে মনোনয়ন পেয়েছেন, ময়মনসিংহ সরকারি কলেজে অধ্যক্ষ, জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক। তারা তিন বছরের জন্য ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কমিটির সদস্য থাকবেন।