সোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নকলায় জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত হয়েছে -

“বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো ” প্রতিপাদ্যকে সামনে রেখে নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নকলা উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচির আয়োজন করে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল, জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা, রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।


উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকারের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীর অগ্রভাগে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, বিএডিসি হিমাগার উপ-পরিচালক রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তানজীল আহমেদ চৌধুরী, সিনিয়র পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সাদেকুল ইসলামসহ, নকলা হাজী জালমামুদ কলেজের উপাধ্যক্ষ আলতাব আলী, চৌধুরী ছবরুননেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফকির মোঃ রেজাউল করিম, নকলা শাহরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আজিজুল ইসলাম, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ হযরত আলী, কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার ওয়ালি উল্লাহ ও নকলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করে। র‌্যালীটি নকলা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে নকলা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।