মঙ্গলবার , ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বিমান বিধ্বস্ত : তিন সদস্যের কমিটি হচ্ছে

প্রকাশিত হয়েছে -

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান।

সোমবার সন্ধ্যায় তিনি জাগো নিউজকে বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের নির্দেশে সিভিল এভিয়েশনের একজন ডাক্তার ও দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে অগ্রগামী একটি টিম নেপালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিমানবন্দর চালু হওয়ার সঙ্গে সঙ্গে অগ্রগামী টিম নেপালের উদ্দেশে রওনা দেবেন।

সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৪৬ জন প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।

Advertisements