রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের ফল ব্যবসায়ীদের জরিমানা

প্রকাশিত হয়েছে -

টাইমস ডেস্ক : জেলার ঝিনাইগাতী উপজেলায় ওজনে কম দেওয়ার অভিযোগে পাঁচ ফল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ১৮ জানুয়ারী বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম এ.জেড.এম শরীফ হোসেন এ জরিমানা করেন। এসব ব্যবসায়ী হলেন শাহিন মিয়া, আয়নাল হক, নিজাম মিয়া, রেজাউল করিম ও ফরিদ মিয়া।

আদালত সূত্রে জানা গেছে, বাজারের কতিপয় ফল ব্যবসায়ী ভারী ঠোঙায় ফল ভরে সুকৌশলে ওজনে কম দিয়ে আসছেন-এমন অভিযোগের প্রেক্ষিতে আজ বিকেলে নির্বাহী হাকিম শরীফ হোসেন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ওজনে কম দেওয়ার অভিযোগে পাঁচ ফল ব্যবসায়ীকে এক হাজার ৫০০ টাকা করে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেন।

Advertisements

ইউএনও এ.জেড.এম শরীফ হোসেন অর্থদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।