শনিবার , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরের নকলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন ড.রফিকুল ইসলাম

প্রকাশিত হয়েছে -

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে শেরপুরের নকলা উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন চন্দ্রকোণা কলেজের অধ্যক্ষ ড.রফিকুল ইসলাম এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছে, কলেজ পর্যায়ে চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজ, স্কুল পর্যায়ে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়, মাদরাসা পর্যায়ে নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা, কারিগরিতে আইডিয়াল টেকনিক্যাল বিএম কলেজ।
অন্যদিকে স্কুল পর্যায়ে ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী, মাদরাসা পর্যায়ে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ শহিদুল ইসলাম, কারিগরিতে ধুকুরিয়া এ.জেড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল আলম এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক যথাক্রমে হাজী জালমামুদ কলেজের মতিউর রহমান, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছামিউল হক মুক্তা,

কায়দা বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ ছায়েদুল ইসলাম, আইডিয়াল টেকনিক্যাল কলেজের মনোয়ারা বেগম এবং নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক রেহান উদ্দিন শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন বলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এর উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।