শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ীতে বাংলার কাগজ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে -


শেরপুরের নালিতাবাড়ী থেকে প্রকাশিক সাপ্তাহিক ‘বাংলার কাগজ’ ও ২৪ ঘণ্টার জাতীয় অনলাইন সংবাদ মাধ্যম ‘বাংলার কাগজ ডটনেট’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় নালিতাবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চ চত্বরে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে এতে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান, নালিতাবাড়ী হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার বক্তব্য রাখেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র কবি ও কলামিস্ট তালাত মাহমুদ।
শাহাদত হোসেন খোকনের সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন- শেরপুর জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নহেলিকা দিব্রা, সদস্য বিল্লাল হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ীর সিনিয়র সাংবাদিক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, সাংবাদিক এম. মুঞ্জুরুল আহসান, জাহাঙ্গীর আলম তালুকদার, মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ, শারিরিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বাবুল।
এছাড়াও নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মাস্টার, মরিচপুরান ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুবলীগ নেতা নিয়ামুল কবীর মানিক, সাংবাদিক আমিনুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বাংলার কাগজ এর প্রতিনিধিদের মধ্যে নিজস্ব প্রতিনিধি এম. সুরুজ্জামান, স্টাফ রিপোর্টার আব্দুল মোমেন, জাহিদুল হক মনির, নকলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, ঝিনাইগাতি প্রতিনিধি দুদু মল্লিক, হালুয়াঘাট প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে টেলিভিশনের শিল্পীবৃন্দের অংশগ্রহণে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান এবং স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন করা হয়। অসংখ্য দর্শক-শ্রোতা এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।