সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

২০ দলের প্রার্থী ঘোষণা ১৩ জানুয়ারি

প্রকাশিত হয়েছে -

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনের জন্য আগামী ১৩ জানুয়ারি প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৩ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হবে।

বিএনপি মহাসচিব জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে একক প্রার্থী ঘোষণা করা হবে। এ সময় নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবিও জানান তিনি। ডিএনসিসি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা নিয়ে সমস্যা হবে না। আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান করবো। নির্বাচনে ২০ দলীয় জোটের একক প্রার্থী থাকবে।’ ফখরুল আরও বলেন, ‘এই নির্বাচনের ওপর নির্ভর করবে বর্তমান নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পারবে কি না।’