শুক্রবার , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফকির আন্দোলন

প্রকাশিত হয়েছে -

ইংরেজ শাসনামলে ময়মনসিংহ অঞ্চলের শেরপুর পরগণায় ফকিরদের আন্দোলন হয়েছিল। ফকিররা ছিলেন ঘরবাড়ীহীন যাযাবর সম্প্রদায়। ইংরেজ সরকার তাদের দেওয়ানি লাভের পর ফকিরদের অধিকার হরণ করতে শুরু করেন । ফকিররা তাদের অধিকার রক্ষায় জীবন মরণ সংগ্রামে অবর্তীন হন। জমিদাররা কারণে অকারণে ফকিরদের নাজেহাল করতেন। শেরপুরের ফকির আন্দোলন জমিদারদের বিরুদ্ধেই ছিল। জমিদারদের অর্থ ভান্ডার লুটে টাকা পয়সা গরীবদের মধ্যে তারা বিতরন করতেন। ফকিরদের মধ্যে মজু শাহ ছিলেন অন্যতম একজন। ১৭৮৪ সালে আলাপ সিংহ, জাফরশাহী ও  নসরতশাহী শেরপুর পরগণা আক্রমন করেন। এসময় জমিদাররা অন্যত্র গিয়ে প্রান রক্ষা করেন, ফকিররা এরপর আবারো আক্রমন চালান। ফকিরদের আক্রমন হতে রক্ষা করার জন্য ঢাকা থেকে সৈন্য আনা হয়, পরে এক যুদ্ধে ফকিররা পরাজিত হন এবং ফিরে যান । ওই সময় জামালপুরে সেনানিবাস স্থাপিত হয়। কিছু কিছু ফকির ভ্রাম্যমান জীবন ছেড়ে শেরপুর অঞ্চলে বসবাস শুরু করেন।

শেরপুর টাইমস/ বা.স