শুক্রবার , ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ীতে উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে -

শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহনমুলক গণতান্ত্রিক চেতনায় যুব ফোরাম’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আস্থা প্রকল্পের আওতায় নালিতাবাড়ী যুব ফোরামের আয়োজনে সোমবার (২৫ মার্চ) দুপুরে পৌরশহরের উত্তর বাজারস্থ প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী যুব ফোরামের সভাপতি কৌশিক ইকবাল আকাশ। বক্তব্য রাখেন, নালিতাবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিপ্লব দে কেটু, আস্থা নাগরিক ফোরামের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহম্মেদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ক্লোডিয়া নকরেক কেয়া, রাজিয়া সুলতানা, আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ এহতেশাম ও স্বাবলম্বী উন্নয়ন সংস্থার জেলা সমন্বয়কারী ফিরোজ আহম্মেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমরা যোগ্যতাকে সম্মান করি, সাম্প্রদায়িকতাকে নয়। তাই সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রেখে সকলের কাজ করা উচিত। অসাম্প্রদায়িক ও সহিংসতামুক্ত পরিবেশে নির্বাচনের প্রত্যাশাও করেন তারা।

Advertisements