সোমবার , ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

তিতুমীর কলেজে সাংবাদিকের ওপর হামলা: সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্ধেগ

প্রকাশিত হয়েছে -


রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।

শুক্রবার রাতে এক বিবৃতিতে সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই- তাসলিমা বলেন, সাংবাদিক সাব্বিরের উপর হামলায় আমরা উদ্ধিগ্ন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে একটি ইফতার মাহফিল থেকে কর্মস্থলে ফেরার পথে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হেনস্তা ও হামলার শিকার হন ওই সাংবাদিক। তাকে বেধড়ক মারপিট করা হয়। পরে গুরুতর আহতাবস্থায় সাংবাদিক সাব্বিরকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়েছে।

তিনি আরও জানান, নাগরিকের উপর যে কোন হামলা একটা জঘন্য অপরাধ। সরকারি তিতুমীর কলেজে সময়ের আলোর সাংবাদিক সাব্বিরের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর আইন প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। প্রাচীন এ ছাত্রসংগঠনটিকে সম্মানহানি করার উদ্যেশ্যে এই হামলা করেছে কিনা; সাংগঠনিকভাবে তাও খতিয়ে দেখার দাবি জানাচ্ছি। হামলায় জড়িত প্রত্যেককে সংগঠন থেকে বহিষ্কার করারও দাবি জানাচ্ছি।

Advertisements