সোমবার , ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে -

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ শুরুর আগে আজ টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শুনিয়েছেন দল নিয়ে প্রত্যাশার কথা।


অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজে কি বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ? এমন প্রশ্নে জ্যোতি বলেন, ‘প্রথমত হচ্ছে হোম কন্ডিশন, আমার মনে হয় কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা। তারা কখনোই তো খেলেনাই এখানে, রিসেন্টলি তাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু আইপিএল খেলে আসছে। তো বাংলাদেশ এবং ভারতের উইকেট একই থাকে। তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে।’

বাংলাদেশের শক্তির জায়গা নিয়ে জ্যোতি বলেন, ‘যদি আমাদের দিক থেকে চিন্তা করি রিসেন্টলি সাউথ আফ্রিকা থেকে যখন খেলে আসছি আমাদের ব্যাটিংটা অনেক বেশি শক্তিশালি মনে হয়েছে। যখন হোমে খেলেছি ভারত পাকিস্তানের সাথে তখন মনে হয়েছে বোলিংটা অনেক বেশি শক্তিশালি। এটা ভালো দিক দলের জন্য। এখন গুরুত্বপূর্ণ কালকের দিনটা কে কিভাবে কোন ইউনিট সবথেকে বেশি কনট্রিবিউট করতে পারে দলের জন্য।’

Advertisements

এদিকে অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক এলিসা হিলি বাংলাদেশকে অন্য দলগুলোর জন্য হুমকি দাবি করে বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ নারী চ্যাম্পিয়নশিপের দলগুলোর জন্য বড় হুমকি। তারা শক্তভাবে লড়াই করেছে এতদূর আসতে। এখন তারা বড় দলগুলোর সাথে খেলার সুযোগ পাচ্ছে এবং এটা ক্রিকেটের জন্যই ভালো। আমি বলতে চেয়েছি, আমাদের জন্য দল হিসেবে এখানে আসা এবং বাংলাদেশের নারী ক্রিকেটের প্রসারে সাহায্য করা, অসাধারণ।’

বাংলাদেশের কন্ডিশন চ্যালেঞ্জের মনে করে হিলি, ‘এধরনের কন্ডিশনে এসে এমন দলের সাথে খেলা যারা সবসময় এমন কন্ডিশনে খেলে এসেছে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জের। এটা বাংলাদেশের জন্যও চ্যালেঞ্জ। আমি সামনের দিকে তাকিয়ে অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি। যেটা আপনি বললেন, দশ বছর পর আমরা এসেছি। সেবার বিশ্বকাপ ছিল। এবারও সামনে বিশ্বকাপ আছে এবং বাংলাদেশর জন্য সুযোগ এই সিরিজ আয়োজন এবং বড়কিছু সিরিজ আয়োজন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের।’