রবিবার , ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৫ হিজরি

৭ মার্চ উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এসব প্রতিযোগিতার মধ্যে ছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, রচনা ও কবিতা আবৃত্তি।

এ সময় প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল আজম খান। এছাড়া অন্যান্যের মধ্যে মুখ্য প্রশিক্ষক মো. আল মামুন, মোহাম্মদ মাহবুব উর রহমান ও প্রশিক্ষক রাজিব সরকার উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরসহ সকল অংশগ্রহণকারীকে পুরষ্কৃত করা হয়। প্রতিযোগিতায় কৃষি ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

Advertisements