রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স

প্রকাশিত হয়েছে -

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এমনটি জানিয়েছেন।

এ সময় জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামেও রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরা হবে বলে জানান ম্যাক্রন। বৈঠকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও ফ্রান্সের কাছ থেকে কী ধরনের সহযোগিতা বাংলাদেশ প্রত্যাশা করে তা জানতে চান প্রেসিডেন্ট ম্যাক্রন।

Advertisements

মিয়ানমার থেকে পালিয়ে আসা দশ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক বাংলাদেশের জন্য বড় বোঝা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও রোহিঙ্গা সংকট ও জলবায়ু পবির্তনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

এর আগে এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ম্যাক্রন।