রবিবার , ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

দুই দশকপূর্তিতে যা বললেন আবেগাপ্লুত নয়নতারা

প্রকাশিত হয়েছে -

চলতি বছর অন্যতম ব্যবসাসফল সিনেমার অংশ নয়নতারা। তার অভিনীত অ্যাটলি কুমারের সিনেমা ‘জওয়ান’ এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। আর চলতি বছরেই ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন দক্ষিণ ভারতের এই নারী সুপারস্টার। এ উপলক্ষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ক্যারিয়ারের দুই দর্শকপূর্তি উপলক্ষে এক পোস্টে নয়নতারা লিখেছেন, ‘আপনাদের কারণেই ২০ বছর পর এখনো টিকে আছি। আপনারাই আমার ক্যারিয়ারের হৃৎস্পন্দন, আমার চালিকা শক্তি; একটু ঝিমিয়ে পড়লে আপনাদের কারণেই আবার জেগে উঠি।’

ব্লকবাস্টার ‘জাওয়ান’ সিনেমায় বলিউড সুপারস্টার শাহরুখ খান ও দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা / ছবি : সংগৃহিত
ভক্তদের ধন্যবাদ জানিয়ে নয়নতারা আরও লিখেছেন, ‘আপনাদের ছাড়া আমার এই ফিল্মি ভ্রমণ সম্পন্ন হতো না। তাই কাছের ও দূরের আমার সব ভক্তই আমার জন্য বিশেষ কিছু। আপনাকের কারণেই সিনেমা কেবল সিনেমা থাকে না, জাদুকরি কিছু একটা হয়ে ওঠে।’

২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাস্সিনাক্কারে’ দিয়ে অভিনয় শুরু করেছিলেন নয়নতারা। এরপর গত দুই দশকে তামিল, তেলেগু, হিন্দিসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Advertisements

নয়নতারাকে দেখা গেছে বাণ্যিজক ও শৈল্পিক ঘরানার সিনেমায়। ব্যাপক জনপ্রিয়তার কারণে ভক্তরা তাকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন।

‘জওয়ান’ ছাড়াও চলতি বছর আরও দুটি দক্ষিণি সিনেমায় দেখা গেছে নয়নতারাকে। ২০২৪ সালেও মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।

নয়নতারা বরাবরই নিজেকে প্রচারের আড়ালে রাখেন, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার প্রায় দেন না। এমনকি ‘জওয়ান’-এর মতো সুপারহিট সিনেমার পরও তার সাক্ষাৎকার পাওয়া যায়নি। হাজির হননি মুম্বাইয়ে ছবির সাফল্য উদ্যাপন অনুষ্ঠানেও।

গত বছর বিয়ের পিঁড়িতেও বসেন নয়নতারা। দক্ষিণ ভারতের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ভিগনেশ শিবান তার স্বামী। বিয়ের চার মাসের মাথায় যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তারকা দম্পতি।