সোমবার , ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা

প্রকাশিত হয়েছে -

শেরপুরের ঝিনাইগাতীতে ১৪৪জন বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঝিনাইগাতী মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে ওই সংর্বধনা দেওয়া হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবু ছালেহ আহাম্মেদ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল মান্নান মাষ্টার।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের। এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল আলম, সংগঠণের সাধারন সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম প্রমূখ।

Advertisements

এর আগে একটি আনন্দশোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।