সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

প্রকাশিত হয়েছে -

দুর্গোৎসব উপলক্ষে শেরপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।


সোমবার (২৩ অক্টোবর) শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নকলা থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার।

পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বান সহ সকল পূজা মন্ডপ শতভাগ সিসি ক্যামেরা স্থাপন করায় জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ইলেক্ট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।