শনিবার , ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

কেন্দুয়ায় নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে -

নেত্রকোনার কেন্দুয়ায় নদীতে ডুবে সোলাইমান মিয়া নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের দক্ষিন রাজনগর বুধবার (১১ অক্টোবর) বিকেলে ঘটনাটি ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে স্থানীয় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্র সোলাইমান মিয়া বাড়ির পার্শ্বে সুতী নদীর পাড় দিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুল ছাত্র সোলাইমান মিয়ার মৃত্যুতে স্কুলের ছাত্রছাত্রী,শিক্ষক সহ এলাকার সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisements

রোয়াইলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান জানান দক্ষিন রাজনগর গ্রাম নিবাসী নজরুল ইসলামের ছেলে শিশু সোলাইমান বুধবার (১১ অক্টোবর) বিকেল ৫ টার দিকে নদীতে ডুবে মারা যায়। যা খুবই দু:খজনক এবং মর্মান্তিক।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক নিশাদ ইসলাম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন বিকেল ৫ টার দিকে সুতী নদীতে ডুবে সোলাইমান মিয়া নামে এক স্কুল ছাত্র মারা গেছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।