শনিবার , ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

নাটক দেখতে যান স্বামী, স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে -

জামালপুরের মেলান্দহ উপজেলায় আঙ্গুরী বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২অক্টোবর) সকাল ৭টা দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৫নম্বর চর এলাকায় নিহতের শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই এলাকার আমিজ উদ্দিনের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাধুপুর জমশের আলী মুন্সি উচ্চ বিদ্যালয় মাঠে নাটক দেখতে যাওয়ার কথা বলেন আঙ্গুরীর স্বামী। নাটক দেখতে যেতে বাধা দেয় স্ত্রী। তারপরেও নাটক দেখতে যান স্বামী। নাটক শেষে ভোরের দিকে বাড়ি ফিরেন। বাড়িতে ফিরে অনেক ডাকাডাকি করেন তিনি। পরে তার ছোট ছেলে দরজা খুলে দেয়। ঘরে ঢুকে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বামী। এক পর্যায়ে ঘরের ধর্নার সঙ্গে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে আঙ্গুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

Advertisements

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’