রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নকলায় ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত হয়েছে -

উদ্ভিদ রোগতত্ব ও কীটতত্ব বিভাগ, বিনা, ময়মনসিংহ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের আয়োজনে নকলা উপজেলায় পরিবর্তিত আবহাওয়া উপযোগী জাত উন্নয়ন কর্মসূচীর আওতায় ২৯ ও ৩০ নভেম্বর দু’দিন ব্যাপী “বিষ মুক্ত সবজি, ফল, ডাল ও তৈল ফসলের সমন্বিত রোগ ও পোকা দমন ব্যবস্থাপনা” শীর্ষক কৃষক প্রশিক্ষন শুরু হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবুল কাশেম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ তাজমুল হক, বৈজ্ঞানিক কর্মকতা মোঃ এমদাদুল হক, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মজিবর রহমান, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম রসুল ও রমেন্দ্র চন্দ্র নায়ক প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, “বিষ মুক্ত সবজি, ফল, ডাল ও তৈল ফসলের সমন্বিত রোগ ও পোকা দমন ব্যবস্থাপনা” প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৫০ জন করে মোট ১০০জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisements