শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বিশ্বকাপে কে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন?

প্রকাশিত হয়েছে -

চলতি মাসেই পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। এশিয়া কাপ শেষ হওয়ার পর ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি বিশ্বকাপ।


বিশ্বকাপে কোন চরটি দল সেমিফাইনালে খেলতে পারে বা বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন কারা হবে এনিয়ে অনেক আগে থেকেই বিশ্লেষন চলছে।

তবে বিশ্বকাপে দলীয় পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগড়ত পারফরম্যান্সের বড় সুযোগ থাকে। বিশ্বকাপের মাধ্যমে নিজেকে বিশ্ব মঞ্চে প্রকাশের বড় সুযোগ থাকে।

Advertisements

ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ বলেছেন, আমার মনে হচ্ছে ওপেনারদের সামনে এবার রান করার দারুণ সুযোগ রয়েছে। এর অন্যতম কারণ ভারতীয় উইকেট। একজনকে বেছে নিতে বলা হলে রোহিতের নাম বলব। আরও এক জন ওপেনিং ব্যাটারের নাম আসতে পারে। কিন্তু একজন ভারতীয় হিসাবে আমি রোহিতকেই বেছে নেব। তাই রোহিত-ই আমার বাজি।

শেহবাগ আরও বলেন, ‘রোহিতকে বেছে নেওয়ার আরও একটা কারণ আছে। বিশ্বকাপ এলেই ওর শক্তি বেড়ে যায়। উত্তেজনায় টগবগ করে। ওর পারফরম্যান্স আরও ভালো হবে। তাই আমি নিশ্চিত। তাছাড়া এ বার রোহিত অধিনায়ক। ফলে পার্থক্য তৈরির চেষ্টা অবশ্যই করবে রোহিত। আমার বিশ্বাস এ বারের বিশ্বকাপে প্রচুর রান করবে রোহিত।’